anakslot

Laboratory Facilities

সঠিক রোগ নির্ণয়ে ভেড়ার রক্তের ব্যবহার

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে মানুষের রোগ শনাক্তকরণে বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়। এর মধ্যে ভেড়ার রক্ত ব্যবহার করে ‘কালচার টেস্ট’ করা হচ্ছে। সঠিক রোগ নির্ণয়ে এ পদ্ধতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে চিকিৎসা বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ  হাসপাতাল মাইক্রোবাইলজি ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ে ভেড়ার রক্তের ব্যবহার হচ্ছে। আর এ কারণে রীতিমতো মেডিকেল কলেজে এনিমেল হাউসে  ভেড়ার খামারও তৈরি করা হয়েছে।

রোগীর রক্তসহ অন্যসব নমুনায় বিদ্যমান ব্যাকটেরিয়া শনাক্ত করার জন্য ভেড়ার রক্তের সঙ্গে রোগীর নমুনা মাইক্রোবায়োলজি ল্যাবের কালচার মিডিয়ায় সংমিশ্রণ করা হয়। ভেড়ার রক্তে থাকা পুষ্টি উপাদান খেয়ে ওই ব্যাকটেরিয়া (মানুষের) কয়েক কোটি ব্যাকটেরিয়ার জন্ম দিতে পারে। তখন কালচার মিডিয়ার মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্তকরণ সহজ হয় এবং তা নির্মূল করতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হবে তা জানা যায়। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা কী হবে তাও নিশ্চিত হওয়া যায়।

হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে রক্ত, সিএসএফ, ইউরিন (প্রসাব), ফ্লুইড কালচার, বডি ফ্লুইড কালচার, স্টুল কালচার, পাস কালচারসহ বিভিন্ন ধরনের নমুনার কালচার পরীক্ষা করা।

নমুনা তৈরি করতে ল্যাবে নিয়মিত কালচার মিডিয়া প্লেট প্রস্তুত করা হয়।