কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে নিওনেটাল বিভাগ চালু করা হয়েছে।
সোমবার (০৬ নভেম্বর) বিকেলে বিভাগটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।নতুন এই বিভাগ চালু উপলক্ষে কলেজ মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম. নৌশাদ খানের সভাপতিত্বে সেমিনারে নিওনেটাল বিষয়ে আলোচনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর সিনিয়র নির্বাহী ডা. মো. লিপু সারোয়ার।
সেমিনারে উপস্থিত ছিলেন-জেলা বিএমএ’র সভাপতি ডা. মাহবুব ইকবাল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, ডা. নজরুল ইসলাম ফকির. ডা. মো. মহসীন. ডা. সুফিয়া খাতুন ও ডা. এম.এ. ওয়াহাব বাদল।
শ্বাসকষ্ট, কম ওজন ইত্যাদি সমস্যা নিয়ে জন্ম নেওয়া বাচ্চাদের জন্মের পর ২৮ দিন পর্যন্ত নিওনেটাল বিভাগে চিকিৎসা দেওয়া হয়।